ভোলার মনপুরায় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জনতা বাজার মাছঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের পাটুল চন্দ্রদাস (২৫) ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কেসব চন্দ্র দাস (২৭)।
জানা যায়, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশের একটি দল জনতা বাজারের মাছঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পাটলু ও কেবসকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজাসহ উদ্ধারা করা হয়। মনপুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, গাঁজা বিক্রির সময় পুলিশ জনতা বাজার মাছ ঘাট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন