অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে বগুড়ার দুপচাঁচিয়ায় আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাটসাজাপুর এলাকায় আহত জুলাই যোদ্ধা দুপচাঁচিয়ার আহ্বায়ক কাজী ইলিয়াছ কল্লোল। সভায় বক্তব্য রাখেন- ব্যবসায়ী আয়েত আলী, উপজেলা আহত জুলাই যোদ্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছার রহমান বাবু, যুগ্ম সদস্যসচিব উজ্জল হোসেন প্রামাণিক, সদস্য আরাফাত হোসেন, সাব্বির, মামুনুর রশিদ, আরাফাত প্রমুখ। সভা শেষে বিকেলে ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন