সিংগাইরে সমালোচিত ওসি জেওএম তৌফিক আজমের বদলির আদেশ প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্ট্যাটাস, মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে স্থানীয়রা দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বদলির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ওসি তৌফিক আজমের দায়িত্বকালজুড়ে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের কারণে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। দৌলতপুর থানায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পরে সিংগাইর থানায় যোগদানের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তার বিরুদ্ধে রয়েছে গর্ভবতী নারী সাময়া আক্তারকে মারধরের অভিযোগ, বিএনপি নেতা সেলিম হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং স্থানীয় সাংবাদিকদের হুমকির ঘটনায় লিখিত অভিযোগ।
স্থানীয় সাংবাদিক ও ভুক্তভোগীরা জানান, জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পরও পুলিশ সুপার মোছা ইয়াসমিন খাতুন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের পর বদলির সিদ্ধান্তকে তারা স্বস্তি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘অবশেষে অবিচারের প্রতিকার শুরু হলো।’ অন্যরা বলছেন, ‘সিংগাইর মুক্ত হলো দুঃশাসনের হাত থেকে।’ ওসি তৌফিক আজমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সরকারি নম্বরে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন