শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল পারভেজ হোসেন ইমনের। কিন্তু গত ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। তবে গতকাল ভালো শুরুর পর সেটা ধরে রেখেছেন। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বলের গুণাগুণ বুঝে খেলার চেষ্টা করেন। ব্যাটিংয়ে নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের জার্সি গায়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ফিফটি পেয়ে গেলেন এই ব্যাটসম্যান। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তার ব্যাট থামে ৬৭ রানে গিয়ে। ৬৯ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ইমনের ফিফটির সুবাদেই সব কটি উইকেট হারিয়ে ২৪৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ তামিম আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান এই ওপেনার। আসিথা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে আরও বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম, টাইমিং না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেন এই ওপেনার। তামিম দ্রুত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার ইমন ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। দলীয় ৭৩ রানে শান্ত ফেরার পর তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। ৫১ রানের ইনিংস খেলে দলীয় স্কোর বাড়িয়ে দেন তিনি। পঞ্চম উইকেটে শামীমের সঙ্গে ৩৩ এবং ষষ্ঠ উইকেটে জাকের আলীর সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন হৃদয়। শেষ দিকে তানজিম সাকিবের ব্যাটিং ঝলকে দলীয় রান আড়াইশর কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশ। ২১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন তানজিম। এর আগে জাকের ২৪, শামিম ২২ রান করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই ম্যাচেও ব্যাটিংয়ে কিছু করে দেখাতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট শিকার করেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়। একাদশ থেকে বাদ পড়েন লিটন কুমার দাস। এই দুজনের পরিবর্তে শামিম হোসেন ও হাসান মাহমুদ খেলেছেন। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৭৭ রানে হেরেছিল।
আপনার মতামত লিখুন :