ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

এজবাস্টনে মোহাম্মদ সিরাজের কীর্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:০০ এএম

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বেশ সুবিধাজনক অবস্থায় পৌঁছায় ভারত। প্রথম ইনিংসে আগে ব্যাট করা শুভমান গিলের দল ৫৮৭ রান তোলে। এরপর ইংল্যান্ড দুটি দেড়শ পেরোনো ইনিংস সত্ত্বেও অলআউট হয়েছে ৪০৭ রানে। ফলে ১৮০ রানের বড় লিড পেয়ে যায় সফরকারীরা। তৃতীয় দিন শেষে তারা সেই লিড বাড়িয়েছে ২৪৪ রানে। ইংলিশদের বিপক্ষে টেস্টে ভারতকে ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সিরাজ। এই অভিজ্ঞ পেসার একাই শিকার করেন ৬ উইকেট। ভারতের প্রথম কোনো বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও ৬ উইকেট শিকার করলেন সিরাজ। যদিও ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে ৬ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে আট ভারতীয় বোলারের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় সাত ভারতীয় বোলারের এই কীর্তি আছে। তবে দুই ভূমিতেই এই নজির দেখানো একমাত্র বোলার সিরাজ। এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে আরও বেশ কিছু কীর্তি গড়া হয়েছে। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। জেমি স্মিথের রেকর্ড সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। ৪০তম টেস্ট ইনিংসেই ব্যক্তিগত ২০০০ রান পূর্ণ করেছেন জয়সওয়াল। অবশ্য তার আগেই সমান ইনিংসে ওই মাইলফলক পূর্ণ করেন ভারতের সাবেক দুই তারকা রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগ। এ ছাড়া বিজয় হাজারে ও গৌতম গম্ভীর ৪৩ এবং সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার ৪৪ ইনিংসে টেস্টে ২০০০ রান করেন। অন্যদিকে, টেস্টের দ্রুততম ২০০০ রানের পথে জয়সওয়াল ছিলেন ভারতের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার। তিনি এই কীর্তি গড়লেন ২৩ বছর ১৮৮ দিন বয়সে। এর আগে শচীন টেন্ডুলকার ২০ বছর ৩৩০ দিন বয়সে একই মাইলফলক পূর্ণ করেন। অপরদিকে, প্রথম ইনিংসে ইংল্যান্ডের দৌড় থেমেছে ৪০৭ রানে। অথচ তারা ইনিংসটিতে দুটি দেড়শ পেরোনো ইনিংস পেয়েছে। মূলত হ্যারি ব্রুকের ১৫৮ এবং জেমি স্মিথের ১৮৪* রান ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটারই ত্রিশের ঘরও ছুতে পারেনি। ফলে এক ইনিংসে দুটো দেড়শ পেয়েও টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোর তোলার নজির গড়ল ইংল্যান্ড। তা ছাড়া প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটারদের মধ্যে ছয়জন ডাক (শূন্য রান) নিয়ে আউট হয়েছেন, যা টেস্টের এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ডাক। এর আগে চারবার তাদের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। এদিকে, টেস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ফরম্যাটটিতে মাত্র ১২তম ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন জেমি স্মিথ। এর আগে ১৯৯৭ সালে অ্যালেক স্টুয়ার্টের করা ১৭৩ রান ছিল সাদা পোশাকে কোনো ইংলিশ উইকেটরক্ষকের সর্বোচ্চ রান। এ ছাড়া ইংল্যান্ডের ৭ অথবা এর নিচের ব্যাটিং অর্ডারেও সর্বোচ্চ রানের ইনিংস খেললেন স্মিথ।