ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

জয়ের পর শামীমকে নিয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:৪০ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের দারুণ জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিশেষ করে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়ে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আলো ছড়িয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন মিরাজ

শামীমের বোলিংয়ে মুগ্ধ মিরাজ

লিটন দাসের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে তিনি ছিলেন অনবদ্য। ৯ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি।

শামীমের এই পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘মাঝের ওভারে শামীম পাটোয়ারী ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় মাঝের ওভারে তানভীরের সঙ্গে শামীম যে ৯টা ওভার করল তা আমাদের অনেক সুবিধা দিয়েছে।

শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে সেটা আমার কাছে মনে হয় অবিশ্বাস্য।’

দলের জয়ের টার্নিং পয়েন্ট নিয়ে মিরাজ জানান, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্তই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। একই সময়ে উইকেটগুলো আমাদের দরকার ছিল।

তানভীর যেভাবে বোলিং করেছে ও কুশলের (মেন্ডিস) উইকেটটা যেভাবে নিয়েছে এককথায় অবিশ্বাস্য। তানভীর যখন কুশল মেন্ডিসকে আউট করে দেয়।’

তানভীরের বোলিং এবং দলের সম্মিলিত বিশ্বাসই জয়ের পথ খুলে দিয়েছে বলে মনে করেন মিরাজ।

ব্যাটিং নিয়ে মিরাজের আক্ষেপ

বোলিং নৈপুণ্যে জয় এলেও ব্যাটিং নিয়ে কিছুটা আক্ষেপ রয়ে গেছে মিরাজের। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে সবমিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো।

বিশেষ করে আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি। অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল। তবে সত্যি বলতে আমাদের শুরুটা ভালো ছিল, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে।’

এ ছাড়াও জুটি বড় করতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরাজ। তিনি বলেন, ‘ওর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, শান্তও যেভাবে খেলেছে। উইকেট পড়ার পর তাওহীদ হৃদয় যেভাবে একটা প্রান্ত আগলে রেখে খেলেছে এটাও ইতিবাচক দিক।

আমরা জুটি বড় করতে পারিনি, এটা উদ্বেগের বিষয়। মাঝের ওভারে আমাদের উইকেট গেছে। আমরা যদি এখানে ভালো করতে পারতাম তাহলে চিত্রটা অন্যরকম হতো।’