ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জনক বলা হয় কোচ জুলিয়ান রস উডকে। গত ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন তিনি।
বিশ্ববিখ্যাত এই পাওয়ার হিটিং কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের অনুরোধেই বাংলাদেশে আসছেন উড।
টাইগারদের সঙ্গে কাজ করার সুযোগ আসায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশে কাজ করতে আমি মুখিয়ে আছি।
বিপিএলে দুবার কাজ করেছি। সে সময় আলোচনা হয়েছিল আমার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার বিষয়ে, যেটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছিল। যদিও পরে সেটা আর আগায়নি। অবশেষে আমি আসছি।’ তিনি আরও বলেন, ‘সামনেই এশিয়া ও বিশ^কাপ আছে।
কাজ করার জন্য এটা আদর্শ সময়। আমি সিমন্সকে খুব ভালো করেই চিনি। সে যখন আফগানিস্তান দলের কোচ ছিল, তার সঙ্গে কাজ করেছি। সে-ই আমার সঙ্গে যোগাযোগ করে। জানতে চেয়েছিল, কোন সময়ে আমি কাজ করতে পারব।’
উডকে আপাতত তিন সপ্তাহের জন্য আনা হচ্ছে। যদিও উড মনে করেন, সময়টা কম না। টাইগারদের কোন দিকগুলোতে গুরুত্ব দিতে চান, সেটাও এরই মধ্যে ঠিক করেছেন এই কোচ। তিনি বলেন, ‘যেকোনো কাজ যত বেশি করা যায় তত ভালো।
প্লেয়ারদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করলে উন্নতি আনা সম্ভব। তবে তিন সপ্তাহেও অনেক কিছু করা সম্ভব। কোচিংয়ে মূল বিষয় হলো খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক। আমি কিছু ক্রিকেটারকে আগে থেকেই চিনি। কোচ-প্লেয়ারদের সম্পর্কটা বিশ্বাসের। যখন খেলোয়াড়েরা কোচকে বিশ্বাস করবে, তখন ভালো কিছু হবে।
খেলোয়াড়রা জানে আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ। সবার খেলার ধরন আলাদা। পাওয়ার হিটিংয়ের জন্য মানসিকতা ও টেকনিকÑ দুটিই গুরুত্বপূর্ণ। যদি একজন খেলোয়াড়ের মাইন্ডসেট ও ইনটেন্ট ঠিক থাকে, তাহলে আমি যা করি সেই কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আপনাকে দেখতে হবে অতীতে তারা কেমন করেছে এবং তাদের কোন দিকটায় উন্নতি আনতে হবে। মাইন্ডসেট ঠিক হলে এরপর আপনি টেকনিক নিয়ে কাজ করতে পারেন।’