কদিন আগে নিজ দেশের ক্লাব সান্তোসে দর্শকের দুয়ো শুনতে হয়েছিল তাকে। ক্ষুব্ধ হয়ে দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনামও হয়েছিলেন নেইমার জুনিয়র। আর চোট তো যেন তার নিত্যসঙ্গী! সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া নেইমার এবার মাঠে ঝলক দেখালেন। দুই বছর পর জোড়া গোল পেলেন এই তারকা ফুটবলার। দর্শকের প্রত্যাশা পূরণ করলেন তিনি। ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলে সান্তোসের হয়ে দুটি গোলই করেন নেইমার।
খেলার ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সান্তোসের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল। প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে। দ্বিতীয়ার্ধে সান্তোস অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সান্তোসই।
রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি। ২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এ ছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ^কাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।
আপনার মতামত লিখুন :