বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:২৫ এএম

সিরাজের সাফল্যের গল্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:২৫ এএম

সিরাজের সাফল্যের গল্প

ভারত দলের পেস আক্রমণে অগ্রণী সৈনিক মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে জাসপ্রিত বুমরাহ না থাকায় তার কাঁধেই পড়েছিল বড় দায়িত্ব। ওভাল টেস্টে ভারতের অবিশ^াস্য জয়ের ম্যাচে শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে নায়ক বনে যান সিরাজ। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানোয় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই পেসার। অথচ শেষ টেস্টের চতুর্থ দিনেই হঠাৎ ‘খলনায়ক’ হিসেবে নাম উঠে গিয়েছিল। হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে দেন তিনি। তার আগে লর্ডস টেস্টে শেষ মুহূর্তে আউট হয়েও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছিলেন সিরাজ। বিধাতা হয়তো শেষটা অন্যরকমভাবেই লিখে রেখেছিলেন তার জন্য। সেই সিরাজই ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে সিরিজ শেষে আলোচনায় শীর্ষে।


কঠিন চাপের মধ্যে দলকে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন সিরাজ। ম্যাচের পর দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে এই ভারতীয় পেসার সফল হওয়ার গল্পটি বললেন। ম্যাচের দিন (সোমবার) সকালে ঘুম থেকে উঠে ‘বিলিভ’ লেখা একটি ছবি ওয়ালপেপারে ‘সেভ’ করে রেখেছিলেন। তবে শুধু ‘বিলিভ’ শব্দ নয়, সঙ্গে ছিল একজনের ছবিও। সেটা কার? সংবাদ সম্মেলনে সিরাজ নিজেই সেটা প্রকাশ্যে এনেছেন পরে। তার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে শুভমান গিলের সঙ্গেই এসেছিলেন ম্যাচসেরা সিরাজ। একেবারে শেষ দিকে কথা বলতে বলতে হঠাৎই ডান পকেট থেকে নিজের ফোন বের করে আনেন। দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ছবি। ওপরে ‘বিলিভ’ লেখা। সিরাজ বলেন, ‘দেখুন, এই ছবিটাই মোবাইলের ওয়ালপেপারে রেখেছিলাম। আসলে বিশ^াসই ছিল যে, আমি পারব। ম্যাচ থাকলে অন্যান্য দিন সকাল ৮টায় উঠি। ভোর ৬টায় উঠে পড়েছিলাম। বিশ^াস ছিল যে আমি পারব। তাই ঘুম থেকে উঠেই ফোনে গুগ্ল খুলেছিলাম। তারপর এই ছবিটা বেছে নিয়ে ওয়ালপেপার করে রাখলাম। নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’ রোনালদোর কট্টর সমর্থক সিরাজ। উইকেট নেওয়ার পর সিআরসেভেনের ধাঁচে ‘সি-ই-ই-উ’ সেলিব্রেশন প্রায়ই করে থাকেন। সোমবারও ইংরেজদের পতন ঘটানোর পর সেটি দেখা গেছে ওভালে। তাই নিজেকে তাঁতিয়ে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন প্রিয় তারকার ছবিই। শেষ পর্যন্ত সফলও হয়েছেন সিরাজ। তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতাতে পারি। আজকের (গতকাল) সকালটাও আলাদা ছিল না। আমার লক্ষ্য ছিল সঠিক জায়গায় বল করা। তাতে রান হোক আর উইকেটই আসুক।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!