ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আবার বিজয়ে আস্থা নির্বাচকদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:০৮ এএম

উইকেট রক্ষক ও ব্যাটার এনামুল হক বিজয়কে ঘিরে অনেক প্রত্যাশা ছিল সবার। জাতীয় দলে আশার প্রদীপ হয়েই আগমন ঘটে তার। কিন্তু বিজয় আস্থার প্রতিদান দিতে পারলেন কই! ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও জাতীয় দলে এসে বারবার ব্যর্থতার খাতায় নাম ওঠে তার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের কথাই ধরুন। দলে সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেননি। ডানহাতি এই ব্যাটার দুই টেস্টের চার ইনিংসে করেন-  ০, ১৯, ০, ও ৭।

এমন বিবর্ণ পারফরম্যান্স কার দেখতে ভালো লাগে! স্বাভাবিকভাবেই বিজয়কে ঘিরে চারদিকে ওঠে সমালোচনার ঝড়। টানার ব্যর্থতার বৃত্তে আটকে থাকলেও বিজয়ের প্রতিই আস্থা রাখছেন নির্বাচকেরাÑ সংগ্রামী বিজয় একদিন জ¦লে উঠবেন এমন আশায়। আর সেই দিনটা কবে আসবেÑ এই প্রশ্নের উত্তর অজানা থাকলেও আবার নিজেকে নতুন করে প্রমাণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন ৩২ বছর বয়সি বিজয়।

বর্তমানে অস্ট্রেলিয়ায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট শেষে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ দল। এই ম্যাচ বিজয়ের জন্য শুধু ফর্ম ফিরে পাওয়ার সুযোগই নয়, বরং নিজের সম্ভাবনার প্রমাণ দেওয়ার এক বড় মঞ্চ। কেননা, আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এ দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রের অংশ।

ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ‘এ’ দল একটি চার দিনের ম্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিজয় ছাড়াও এই সফরে আরও পাঁচজন খেলোয়াড় যোগ দিচ্ছেন। তারা হলেনÑ ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ। এই ছয় ক্রিকেটার ১৭ ও ১৮ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে থাকা পেসার হাসান মাহমুদ চার দিনের ম্যাচেও দলের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলামও এই ম্যাচে সুযোগ পেতে পারেন।