নতুন আরেকটি উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অধীনে থাকা মেডিকেল বিভাগও উন্নত প্রশিক্ষণের সুবিধা পাচ্ছে। দেশের ঘরোয়া থেকে জাতীয় দলের সব ক্রিকেটারের ইনজুরি নিয়ে কাজ করে মেডিকেল বিভাগ। ক্রিকেটারদের নিবিড়ভাবে সেবা দিয়ে থাকেন ফিজিও ডাক্তাররা। এবার এসব ডাক্তার-ফিজিও-ট্রেনারদের দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি। যদিও কোনো কিছু এখনো নিশ্চিত করে জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা যায়, বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে কয়েকটি দেশের কথা নিজেদের ভাবনায়ও রেখেছে মেডিকেল বিভাগ।
এজন্য আগেই একটি প্রস্তাব দিয়েছিল বিসিবি মেডিকেল বিভাগ। কয়েকটি দেশের মধ্যে যেমনÑ কাতার, মালয়েশিয়া বা ব্যাংককে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কাতারেরটা অনেক বেশি ভালো হবে বলে মত অনেকের। যদি কাতারে প্রশিক্ষণ করা যায়, তাহলে তারা সাপোর্ট দেবে। এখন সবকিছু বোর্ডের ওপর নির্ভর করছে। বিসিবির একজন চিকিৎসকও জানালেন, ‘অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল এটা নিয়ে। আমরা বলেছিলাম যে প্রতি বছর এক-দুজন ট্রেনার, ডাক্তার এবং ফিজিওর সঙ্গে যারা ম্যাসাজ দেয় তাদের পাঠাতে।’ বিসিবির মেডিকেল বিভাগে সর্বমোট ১৫ জন স্থায়ী সদস্য রয়েছেন, যার মধ্যে দুজন ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট/ট্রেনার অন্তর্ভুক্ত। এ ছাড়া অস্থায়ী সদস্যরাও টিমের সঙ্গে কাজ করে থাকেন।