অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখল বাংলাদেশ। গতকাল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল ৩২ রানে হারায় নেপালকে। বাংলাদেশের এই জয়ের নায়ক জিশান আলম ও আফিফ হোসেন। ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জিশান। আর ২৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন আফিফ। তাদের ব্যাটিং নৈপুণ্যে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে নেপালের ইনিংস। এর আগে প্রথম ম্যাচে হেরেছিলেন সোহানরা।
১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কুলিয়ে উঠতে পারেননি নেপালের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের সামনে তারা সেভাবে দাঁড়াতে পারেননি। রাকিবুল হাসান ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় দখলে নেন নেপালের গুরুত্বপূর্ণ ৩ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে তার স্পিন ঘূর্ণি আর হাসান মাহমুদের পেস তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসে নেপালের ব্যাটিং অর্ডার। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান করা নেপালকে ম্যাচ জয়ের জন্য বাকি ১০ ওভারে করতে হতো ১১০ রান। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ শিকার করেন নেপালের ওপেনার কুশল বুর্টেলকে। আরেক ওপেনার আরিফ শেখের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান। তিনে নামা লোকেশ বাম রাকিবুলের শিকার হওয়ার আগে ১৫ রানের বেশি করতে পারেননি। তবে কুশল মাল্লা ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শেষ অবধি অপরাজিত থাকেন ৫৯ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন জিশান।
এ ছাড়া অপরাজিত ৪৮ রান এসেছে আফিফের ব্যাট থেকে। দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। বিশেষ করে জিশান এদিন রীতিমতো ঝড় তোলেন! তার বিধ্বংসী ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন নেপালি বোলাররা! ওপেনারদের এমন ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান করে বাংলাদেশ। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ১৮ বলে ২৫ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি।
তবে ফিফটি পেয়েছেন জিশান। সব মিলিয়ে ৪৬ বলে ৭৩ রান করেছেন এই তরুণ। চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ। ২৩ বলে অপরাজিত ৪৮ করেছেন তিনি। আফিফ ছাড়া মিডল অর্ডারের আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষ দিকে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ। এর আগে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হেরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা করে লাল-সবুজের জার্সিধারীরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পার্থ স্কোচার্স একাডেমির বিপক্ষে। ১৭ আগস্ট দুই দল লড়বে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন