রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৬ এএম

প্রিমিয়ার ফুটবল লিগে ৪৮ বিদেশি ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৬ এএম

প্রিমিয়ার ফুটবল লিগে  ৪৮ বিদেশি ফুটবলার

আগামী সেপ্টেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন আসর। এরই মধ্যে লিগের দলবদল সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের দলবদলের চূড়ান্ত তালিকা বাফুফের কাছে পৌঁছেছে। প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নাম তাতে আছে। মোট ৪৮ জন বিদেশি ফুটবলার আছেন। এর মধ্যে ১১ জন সার্কভুক্ত দেশের। আর বাকি ৩৭ জন সার্কের বাইরের। অবশ্য সার্কভুক্ত দেশের খেলোয়াড়েরা বিশেষ বিবেচনায় দেশি হিসেবে খেলবেন। এই ১১ জনের মধ্যে নেপালের আধিপত্য বেশি।

আটজনই নেপালি। ব্রাদার্স ইউনিয়নে দেশটি থেকে চার ফুটবলার যোগ দিচ্ছেন- জোগেশ গুড়ং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। নেপালের অধিনায়ক গোলরক্ষক কিরণ কুমার লিম্বু ও ফরোয়ার্ড আয়ুশ ঘালান বাংলাদেশ পুলিশ এফসিতে। ফর্টিসে নেপালি ডিফেন্ডার অনন্ত তামাং। রহমতগঞ্জ নিয়েছে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুকে। সার্কভুক্ত দেশের বাকি তিনজন ভুটান, শ্রীলঙ্কা ও ভারতের। ভুটানের মিডফিল্ডার ওয়াংচুক শেরিং খেলবেন পুলিশের হয়ে। শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজান পেরেরাকে দলে টেনেছে ফর্টিস এফসি এবং ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী আরামবাগে।

সার্কের বাইরের ফুটবলারের মধ্যে এবারও আফ্রিকানদের আধিক্য। নাইজেরিয়া, ঘানা, মালি, গাম্বিয়া, আইভরিকোস্টের মতো দেশের খেলোয়াড়ের নাম জমা পড়েছে। এবার আর্জেন্টিনার খেলোয়াড় নেই। ব্রাজিল থেকে আছেন তিন-চারজন। এবার মোহামেডানে বিদেশি চারজন। গত লিগের চ্যাম্পিয়ন দলে তিনজনই ঘানারÑ বার্নাড মরিসন, এলি কেকে এবং গত লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেং। উজবেকিস্তানের ফুটবলার মোজাফফরভকে রেখে দেওয়া হয়েছে। ফকিরেরপুল থেকে আনা হয়েছে রাফায়েল টুডুকে। আবাহনীর দল এবার বেশ শক্তিশালী।

শেষ মৌসুমে মোহামেডানের সাফল্যের নায়ক দিয়াবাতেকে নিয়ে এসেছে গতবারের রানার্সআপরা। আগেই দলে থাকা নাইজেরিয়ার এমেকার সঙ্গে নতুন যোগ হচ্ছেন ব্রাজিলের ব্রুনো। গতবার আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় তিনি এএফসি কাপে খেলতে পারেননি আকাশি-নীলের হয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!