রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৮ এএম

বাংলাদেশের ৩৬ পদক জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৮ এএম

বাংলাদেশের ৩৬ পদক জয়

অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়ার ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৭টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ৩৬টি পদক জয় করেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। এটি ছিল টি-১ (টিয়ার ১) র‌্যাংকিং টুর্নামেন্ট; যেখানে অংশ নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের শীর্ষ তায়কোয়ান্দো দলগুলো। ২৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১২টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে; যা বিদেশের মাটিতে দেশটির অন্যতম সেরা তায়কোয়ান্দো সাফল্য।

সবচেয়ে বেশি পদক জেতা ক্লাবের তালিকায় শীর্ষে রয়েছে বনানী তায়কোয়ান্দো ক্লাব। ক্লাবটি একাই জিতেছে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক। বিশেষ করে বয়সে ৬-৯ বছরের খুদে টাইগার কাভস্থরা এই সাফল্যের মূল কারিগর। তাদের মধ্যে উল্লেখযোগ্য সানবিমস স্কুলের মুহাম্মদ, স্কলাস্টিকার সরফরাজ ও রায়েফ, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের নুরাইন, আয়াত ও উসাইদ, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের জাফিরা, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের নাজিফা এবং টাইগারস তামীমা, সানিয়া ও লুবাবা।

বনানী তায়কোয়ান্দো ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাতীয় অ্যাথলেট নূরুদ্দিন হুসাইন বলেন, ‘এটি শুধু একটি জয় নয়, এটি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। আমাদের খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে এবং গৌরবের সঙ্গে জাতীয় পতাকা উড়িয়েছে। এই জয় প্রমাণ করে, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং দেশীয় ক্লাবগুলো বিশ্বমানের অ্যাথলেট তৈরি করতে সক্ষম।’ চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত বনানী তায়কোয়ান্দো ক্লাব শিশু থেকে শুরু করে সব বয়সি শিক্ষার্থীর জন্য মানসম্পন্ন মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছে। এবারের জাতীয় দলে এই ক্লাব ছাড়াও ডায়নামিক তায়কোয়ান্দো ক্লাব (মিরপুর-১০), চ্যাম্পিয়নস তায়কোয়ান্দো ক্লাব (ধানমন্ডি), বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি (উত্তরা) এবং তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট একাডেমির খেলোয়াড়েরা অংশ নেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!