এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এই দল ঘোষণার আগে ভারতীয় স্কোয়াডে বেশ কিছু ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়ে গুঞ্জন চলছিল। তবে আলোচনা শেষে সহ-অধিনায়ক হিসেবে ডাক পেলেন শুভমান গিল। এ ছাড়া পেসার জাসপ্রিত বুমরাহের পরিস্থিতি কিছুটা অনিশ্চয়তা থাকার পরও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই স্কোয়াডে জায়গা পাননি। মুম্বাইয়ের বিসিসিআই সদর দপ্তরে ভারতীয় দল ঘোষণা দেওয়ার সময় নির্ধারিত ছিল। তবে, মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়, যার ফলে দল ঘোষণার সময় প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। অবশেষে প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চমক জাগানো দল ঘোষণা করেন। সূর্যকুমার ফিটনেস টেস্ট পাস করার ফলে তিনি থাকছেন দলে।
এমনকি এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বভার থাকছে তার কাঁধেই। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণায় সবচেয়ে বেশি নজর ছিল যশস্বী জয়সোয়ালের জায়গা নিয়ে। শেষ পর্যন্ত তিনি মূল দলে জায়গা পাননি, তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাকে। চমক হিসেবে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও রিয়ান পরাগ। এদিকে, দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ মিলেছে জিতেশ শর্মার। অলরাউন্ডারদের বিষয়ে নির্বাচকদের নজরে ছিলেন পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে আর স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেস বিভাগের তিনজন বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং এবং কেকেআরের হর্ষিত রানা। তবে, বাদ পড়েছেন ফর্মে থাকা মোহাম্মদ সিরাজ। মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালকে। ১৫ সদস্যের স্কোয়াড থেকে কেউ ইনজুরিতে ছিটকে গেলে তাদের মধ্যে কাউকে পরিবর্তন হিসেবে নেওয়া হবে।
ভারত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।