স্কিন ক্যানসারের সঙ্গে লড়ছেন মাইকেল ক্লার্ক। স্কিন থেকে ক্যানসার অপসারণের জন্য আরও একটি অস্ত্রোপচার করিয়েছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। গত কয়েক বছর ধরে একাধিকবার স্কিন ক্যানসারের জন্য অস্ত্রোপচার করানো ক্লার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের প্রতি স্কিন পরীক্ষা করানোর জন্য অনুরোধ করেছেন। নাকের ওপর ব্যান্ডেজ লাগানো একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্কিনের ক্যানসার সত্যি একটি গুরুতর বিষয়! বিশেষ করে...। আজ আমার নাক থেকে আরও একটি অপসারণ করা হলো। একটি আন্তরিক অনুরোধ, আপনারা সবাই নিজেদের স্কিন পরীক্ষা করিয়ে নিন। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং দ্রুত রোগ নির্ণয়ই মূল বিষয়। ডা. বিশ সলিমানের প্রতি আমি কৃতজ্ঞ।’ মাইকেল সম্প্রতি শঙ্কা প্রকাশ করেছিলেন স্কিনের এই ক্যানসার হয়তো তাকে তার একমাত্র সন্তানের কাছে বেশিদিন থাকতে দেবে না। ২০২৩ সালে দ্য ডেইলি টেলিগ্রাফকে তিনি বলেছিলেন, ‘এটা আমাকে ভয় দেখায়। আমি একজন বাবা- আমি কোথাও যেতে চাই না।’ তিনি আরও বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যেন আমার সাত বছর বয়সি মেয়েকে সাহায্য করতে পারি এবং তার জন্য একটি ভালো উদাহরণ তৈরি করতে পারি।’ ক্রিকেটার হিসেবে রোদে দীর্ঘ সময় কাটানোকেই সাবেক অজি অধিনায়ক তার স্কিনের ক্যানসারের কারণ হিসেবে মনে করেন, ‘ভাবুন, ভারতে সারা দিন মাঠে আছেন, আট ঘণ্টা রোদে থাকছেন, অনেক খেলোয়াড়ই ব্যাগি গ্রিন ক্যাপ পরে থাকে, যাতে কান বা মুখ রক্ষা হয় না।’ ক্লার্ক আরও বলেন, ‘আপনারা হাফ-হাতা শার্ট পরেন, তাই আপনার বাহু এবং হাতের উপরের অংশগুলো উন্মুক্ত থাকে।’
এর আগে সেই বছর, ক্লার্ক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাকে হাসপাতালে ক্যাপ এবং গাউন পরে শুয়ে থাকতে দেখা যায়। তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘স্কিন ক্যানসারের শুক্রবার।’ এবং যোগ করেন, ‘দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’ ২০২২ সালের মার্চ মাসেও ক্লার্ক তার কপাল থেকে একটি স্কিন ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন। এক সন্তানের জনক ক্লার্কের ২০০৬ সালে প্রথম স্কিন ক্যানসার ধরা পড়ে।
তারপর থেকে তিনি এই রোগের বিরুদ্ধে লড়ছেন। ২০১৮ সালে সেভেনের ‘দ্য মর্নিং শো’তে তিনি বলেন যে, তিনি প্রতি ছয় থেকে ১২ মাস অন্তর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ২০১৪ সালে, তিনি ক্যানসার কাউন্সিলের একটি বিজ্ঞাপনী প্রচারে অংশ নেন, যেখানে তিনি ভক্তদের তাদের স্কিনের ওপর ‘নজর রাখতে’ পরামর্শ দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন