দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন। নির্বাচনের মাধ্যমে নতুন করে পথচলা শুরু হলো সংগঠনটির। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মিঠুন। কোয়াবের নির্বাচনের পদসংখ্যা ১১। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না।
সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে। গতকাল বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার সশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দিয়েছেন, যেখানে ১৫৪ ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪ ভোট। এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন