ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০০ এএম
মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

দিনে দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রমাণ করছেন যে, বয়স ¯্রফে একটি সংখ্যা। ৪০ বছর বয়সেও তারুণ্যদীপ্ত রোনালদো এবার জাতীয় দলের হয়ে জোড়া গোল করলেন। তার নৈপুণ্যেই বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে পর্তুগালকে ৫-০ গোলে হারিয়েছে আর্মেনিয়াকে। এই জয়ের আনন্দের পাশাপাশি বিশ^কাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো। বিশ^কাপ বাছাইয়ে রোনালদোর গোলের সংখ্যা এখন ৩৮। আর মেসির গোল ৩৬টি। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের বিশ^রেকর্ড (৩৯ গোল) ভাঙা থেকে মাত্র ২ গোল দূরে রোনালদো।

গত জুলাইতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণের পর বড় জয় পেয়েছে পর্তুগাল। রোনালদো-ফেলিক্সদের উদযাপনেও বারবার জোতার কথা স্মরণে আসছিল উপস্থিত দর্শকদের। দুই আল নাসরের তারকা জ¦লে উঠেছিলেন। সৌদি ক্লাবটিতে দেখানো সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আনলেন জাতীয় দলের জার্সিতেও। পর্তুগালের একপেশে দাপটের ম্যাচে উড়ে গেছে আর্মেনিয়া। বল পজেশন থেকে শুরু করে সব দিক থেকেই দাপট ছিল পর্তুগালের। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি জোয়াও ফেলিক্স, জোয়াও কান্সেলো গোল পান। ৭১ শতাংশ বলের দখল রেখে রবার্তো মার্টিনেজের দল ২৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে আর্মেনিয়ার নেওয়া ৭ শটের তিনটি লক্ষ্যে ছিল।