ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগের মূল ‘অস্ত্র’ জাসপ্রিত বুমরাহ। গুঞ্জন হচ্ছিল, এশিয়া কাপের শেষ দিকে ম্যাচে তাকে বিশ্রামে রাখবে দল। কিন্তু এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হবে না বুমরাহকে। এমন কথাই জানালেন ভারত দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। চোটের সমস্যা এবং ভারী সূচি থাকা সত্ত্বেও বুমরাহকে খেলায় রাখতে চায় ভারত। বিশেষ করে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত। ৩১ বছর বয়সি এই পেসার ইংল্যান্ডে ভারতের ২-২-এ শেষ হওয়া টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটিতে অংশ নিয়েছিলেন। আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং সম্ভবত রোববারের ফাইনালেও খেলতে পারে দলটি।
এরপর তারা ২ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের দিকে মনোযোগ দেবে। টেন ডেসকাটে গত বুধবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোর ম্যাচের আগে বলেছেন, ‘আমি বলব, সম্ভবত তাকে বিশ্রাম দেওয়া হবে না। সঙ্গে মনে রাখতে হবে যে আগামী বৃহস্পতিবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। কাজের চাপের দিক থেকে এটা একধরনের প্রস্তুতি হিসেবে ভালো।’ তিনি আরও বলেন, ‘যদি শেষ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা তা বিবেচনা করতে পারি। তবে প্রতিটি ম্যাচে আমাদের সেরা দলই খেলবে। বুমরাহ অবশ্যই সেই ছবির অংশ।’
এশিয়া কাপে বুমরাহ ৩ উইকেট নিয়েছেন। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচে চ্যালেঞ্জিং সময় কাটিয়েছেন, ভারতের জয়ে তিনি কোনো উইকেট নিতে পারেননি এবং খরচ করেছেন ৪৫ রান। ডাচ সহকারী কোচ বলেন, ‘এমন দিনও আসবে, যখন তিনি উইকেট নিতে পারবেন না এবং রান দেবেন। তবে আমরা যেভাবে দল সাজাচ্ছি, দুই পেসার আর স্পিন-কেন্দ্রিক পরিকল্পনার সঙ্গে, তা এই মুহূর্তে সবচেয়ে কার্যকর।’ তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে খুব কম বোলার দেখতে পাওয়া যায়, যারা পাওয়ার-প্লেতে তিনটি ওভার বল করেন। এটা যথেষ্ট শারীরিক চাপের কাজ। তবে আমরা মনে করি, টেস্ট ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এই টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এই কাজের পরিমাণ সঠিক।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন