বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ঘরের মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় তারা। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহীনূর বেগম (৪৭) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম ভেলুর সাবেক স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে দীর্ঘ সময় বের না হওয়ায় আত্মীয়রা শাহীনূরের খোঁজ নিতে যান। বাড়ির দরজা ভেতর থেকে আটকানো ছিল না। ভেতরে ঢুকেই তারা ঘরের মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। এ ছাড়া ঘরের মালামাল তছনছ করা এবং আলমারি ও বাক্স ভাঙা অবস্থায় দেখা যায়।
শাহীনূর দীর্ঘদিন ধরে বাড়িতে একা বসবাস করতেন। তার একমাত্র ছেলে বিদেশে এবং মেয়ে ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন।
নিহতের বোন শিউলি বেগম জানান, ‘সম্ভবত নেশাখোরদের একটি দল টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ঘটনায় সারিয়াকান্দি থানার ওসি জামিউল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন