ভোক্তার সার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”স্মার্ট বাংলাদেশ গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগীতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
১৫ মার্চ শুক্রবার সকালে বাগেরহাট সদর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব আসলাম মোল্লার আড়তে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব ডা: মোঃ ফকরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ক্যাব বাগেরহাট শাখার সভাপতি জনাব বাবুল সরদার। বাগেরহাট শাখার ক্যাবের অন্যতম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জনাব আকমল উদ্দিন শাকির সঞ্চলনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক মো: মনিরুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: রিয়াদ উজ জামান, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস আক্তার সীমা,সরকারি পিসি কলেজের প্রতিনিধি, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল হোসেন, সদর বাজার কমিটির সভাপতি সাহেব সরদার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চেম্বার অফ কমার্সের পরিচালক ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।
উক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, ভোক্তাদের সচেতন করার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা : মোঃ ফকরুল হাসান রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িতশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ক্যাবের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিনিধি, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী সমাজের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন