চলতি আমন মৌসুমে বগুড়া থেকে ১২ হাজার ৬১০ মেট্রিকটন ধান, ৩২ হাজার ২৮৪ মেট্রিকটন সেদ্ধ চাল ও ৩ হাজার ৬১৮ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে কিনবে সরকার। এ বছর বগুড়ার কৃষকেরা ১ লাখ ৮৩ হাজার ৪৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৩১৬ মেট্রিকটন।
সরাসরি কৃষক ও চালকল মালিকের কাছ থেকে আমন সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। রোববার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া আমন সংগ্রহ আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।
বগুড়া সদর, আদমদীঘি, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, কাহালু, শাজাহানপুর, সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, শিবগঞ্জ, শেরপুর ও ধুনট উপজেলার মাঠে আমন ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ বছর ধানের বাম্পার ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
বগুড়া কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮৪ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ১ লাখ ৮৩ হাজার ৪৯০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর জেলায় ১ লাখ ৮৩ হাজার ৫শ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৯৯ হাজার ১৩৪ মেট্রিকটন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান জানান, চলতি আমন মৌসুমে বগুড়ায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৩১৬ মেট্রিকটন।
ধানের বাম্পার ফলন হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে বলে আশা করছেন। আবহাওয়া অনূকুলে থাকলে মাঠের সব পাকা ধান কেটে কৃষকেরা ঘরে তুলতে পারবেন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, চলতি মৌসুমে নির্ধারিত মূল্যে ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগে চাল সরবরাহের জন্য ২৮ নভেম্বরের মধ্যে চালকল মালিকদের (মিলার) চুক্তি করতে হবে। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম এবং ১৭ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে। গত বছরের চেয়ে এবার আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য কিছুটা বেশি। এ কারণে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গত বছর আমন ধান প্রতি কেজি ৩০ টাকা দরে সাত হাজার ৪৩ মেট্রিকটন এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ২১ হাজার ২৫৭ মেট্রিকটন সংগ্রহ করা হয়েছিল।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন