বরিশাল মুলাদী উপজেলায় বিদ্যুৎ গাছের ডালপালা অপসারনের জন্য মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ইলেকট্রিকশিয়ানসহ পল্লী বিদ্যুতের ৬ কর্মচারী। মঙ্গলবার সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার পল্লী বিদ্যুতের গোসাইরহাট জোনাল অফিসের ডিজিএম মতিন মিয়া জানান এঘটনায় আইনগত সহায়তার জন্য থানায় মামলা করা হবে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সাদেক খান, এইসি মাসুদ রানা,লাইন ম্যান বিশ্বজিৎ তালুকদার, লাইন ম্যান রবিন দেওয়ান, ইলেকট্রিশিয়ান ইমরান হোসেন ও মিটার রিডিং ম্যান রুবেল হোসেন।
তাঁদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ও তিন জন ভর্তি রয়েছে । তবে আশঙ্কাজনক হওয়ায় ইলিকট্রিকশিয়ান ইমরান ও এলএস রবিন দেওয়ানকে ঢাকায় পাঠানো হয়েছে ।
লাইন ম্যান বিশ্বজিৎ বলেন, বিদ্যুৎ এর লাইনের তাঁরের উপর গাছের ডালপালা কাটার কারনে মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় রিডিং ম্যান রুবলে মিয়া বিল দেখতে গেলে ঐ গ্রাহকের সাথে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মিটার গ্রাহক জহির মন্সি তার স্ত্রী মিম আক্তার ছেলে সজল ও হেলাল ইউসুফ সালাম মুন্সি ও হজরত আলী মুন্সি তাঁদের ওপর আক্রমণ করে। এদপরে আমরা বিষয়টি জানার জন্য গেলে তারা সবাই আমাদের উপর হামলা করে।
গোসাইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো.আব্দুল মতিন বলেন, বিদ্যুৎ একটি রাষ্ট্রীয় প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সে কাজ করতে গেলে আমাদের কর্মীদেরকরে আতঙ্কিত হামলা করে স্থানীয়রা।এতে ইলেকট্রিকশিয়ানসহ ৬জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন