বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:৫৯ পিএম

সিলেটে গ্রাফিতির উপর ‘জয় বাংলা’

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৮:৫৯ পিএম

সিলেটে গ্রাফিতির  উপর ‘জয় বাংলা’

ছবি: রূপালী বাংলাদেশ

৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর আগে এক মাসেরও বেশি সময় সারা দেশ ছিলো উত্তাল। কম্পন ছিলো সিলেটেও, ৫ আগস্ট পর্যন্ত এ বিভাগে আন্দোলন করে মারা গেছেন অন্তত অর্ধশত।

আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে  সিলেট মহানগরের দেয়ালগুলোতে বিপ্লবী শিক্ষার্থীরা আওয়াম লীগ ও হাসিনাবিরোধী নানা ছবি ও গ্রাফিতি অঙ্কন করেন এবং স্লোগান লিখেন। 
এসব স্লোগান আর গ্রাফিটি দেখে অনুপ্রাণিত হয়ে বিপ্লবে অংশগ্রহণ করেন সাধারণ মানুষও। ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাজপথে। ছাত্র-জনতার নেতৃত্বে ও সর্বস্তরের মানুষের বিপ্লবে ৫ আগস্ট হাসিনামুক্ত হয় দেশ। অনেকেই এটিকে দ্বিতীয় স্বাধীনতা বা বিজয় অর্জন বলে মন্তব্য করছেন।

কিন্তু যেসব স্লোগান আর গ্রাফিটি দেখে সিলেটের মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন- সেসব এখন মুছে ফেলা হয়েছে। এমনকি মুছেই ক্ষান্ত হচ্ছে না একটি মহল, বরং সদ্য জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লেখা হচ্ছে। গত দুদিন ধরে (১৪ ও ১৫ ডিসেম্বর) সিলেট মহানগেরর মীরের ময়দান ও পুলিশ লাইন্সের দেওয়ালগুলোতে এমন চিত্র দেখা যাচ্ছে। তবে কে বা কারা এসব দেওয়ালেল গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান লিখছে- তার হদিস পাওয়া যাচ্ছে না।

তবে সিলেটের দেওয়ালের ছবি দিয়ে Bangladesh Awami League নামের পেইজ থেকে মন্তব্য করা হয়- ‘সিলেটের অলিগলি ছেয়ে গেছে জয় বাংলা স্লোগানে’। সিলেট ছাড়াও দেশের বিভিন্ন স্থানের এমন দেওয়ালের ছবি দিয়ে এমন মন্তব্য করা হচ্ছে Bangladesh Awami League-এর ফেসবুক পেইজে। এতে ধারণা করা হচ্ছে- এ কাজের সঙ্গে আওয়ামী লীগ বা তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়িত।

মীরের ময়দান ও পুলিশ লাইন্স এলাকার কয়েকজন বাসিন্দা বলেন- আমরা দেখতে পাইনি কারা এমনটি করেছে। রাতের অন্ধকারে করা হয়েছে। আমরা দেখলে অবশ্যই প্রতিহত করতাম। 
এদিকে এ বিষয়ে পুলিশও কিছু বলতে পারছে না। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- এ সম্পর্কে আমরা অবগত ন‌ই। খোঁজ নিয়ে জানাতে হবে। পাওয়া গেলে এ ধরনের কাজ যারা করেছে তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!