বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭।
মারা যাওয়া শিশুটির নাম সাফওয়ান আব্দুল্লাহ। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির মেঝো সন্তান। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।
বরগুনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার কয়েকদিন পর সাফওয়ানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির বুকে ও পেটে পানি জমে যায়।
ক্রমশ অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে শিশু আবদুল্লার মৃত্যু হয়।
এদিকে রোববার বরগুনায় নতুন করে আরও ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮। তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে জানা গেছে।
 
বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৯২ জন, আর জেলাজুড়ে মোট চিকিৎসাধীন ২১৫ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, চিকিৎসা দিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। এজন্য জেলার প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধন কার্যক্রম বেগবান করতে হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন