ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

চৌগাছায় বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৩২ পিএম
বিদ্যুৎস্পর্শে নিহত মো. রানা। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে মো. রানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের শামিম হোসেনের ছেলে এবং শহরের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বাড়িতে রানার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিহত রানার চাচাতো ভাই তিষাণ জানায়, একটার দিকেও বাড়ির পাশে তারা একসাথে ছিলো। এরপর রানা নিজেদের বাড়িতে যায়। কিছুক্ষণ পরেই রানার বাড়িতে চিৎকার শুনে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিষাণ আরও বলে রানাদের বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। নিজের রুমে সুইচবোর্ডে প্লাক দিতে গিয়ে বিদ্যুতায়িত হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।