জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহের জেরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩২) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। সে সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলালেন এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ী উপজেলায় (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী পদে কর্মরত ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশে করছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় সানোয়ার হায়দার। পরে তার দেহটি কেটে ছিন্নভিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার জানান, নিহত ব্যক্তি ট্রেন আসার পূর্বে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল এবং বুক চেপে কানাকাটি করছিলেন। ঠিক যখন ট্রেনটি আসে তখন সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দু’বছর ধরে এখানে কর্মরত আছেন। তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।
সরিষাবাডী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন