আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর উপর নির্মিত সেতুর সংযোগ স্থলে ফাঁকা হওয়ায় ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে পয়সারহাট সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করলেও অসাবধানতাবসত দিনে ও রাতে ভারী যানবাহন চালকরা সেতুর ফাঁকা স্থান দেখতে না পাওয়ায় অহরহ ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
সরেজমিনে ও বরিশাল সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কটি মহাসড়কে উন্নিত করা হয়। এডিপি’র অর্থায়নে ২০০১ সালে ২১ কোটি টাকা ব্যয়ে কালভার্টসহ পয়সারহাট সন্ধ্যা নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ২০০৮ সালে ব্রীজের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতুটি উম্মুক্ত করে দেওয়া হয়। এর ১৫ বছর পরে বর্তমানে ওই সেতুর দুই পাশের সংযোগ স্থলে প্রায় ৫ইঞ্চি ফাঁকা হয়ে যায়। গত একবছর ধরে সেতু দিয়ে ঝুকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালকের অসাবধানতায় দিনে ও রাতে অহরহ ঘটছে দূর্ঘটনা। বর্তমানে ওই সেতুতে চলাচলকারী যানবাহন ফাঁকা স্থান এড়িয়ে সেতুর এক পাশ দিয়ে চলাচল করছে।
এ ব্যাপারে উপজেলার পয়সারহাট বন্দরের ব্যবসায়ী দিপক আইচ, হেমায়েত শিকদার, শ্যামল ওঝা ও আ. রহিম বয়াতি জানান, ওই সেতুর ফাঁকা স্থানের উপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে অহরহ ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। পয়সারহাট বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা সেতুটির ফাকা স্থানটি দ্রুত মেরামতের জন্য বরিশাল সওজ বিভাগের কাছে দাবী জানিয়েছে।
এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহাকারী প্রকৌশলী শাহিন মিয়া সাংবাদিকদের বলেন, সরেজমিন গিয়ে পয়সারহাট সেতুর ফাঁকা স্থান দেখেছি। ওই স্থান মেরামতের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষ মেরামতের নির্দেশ দিলেই মেরামত করা হবে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন