বিতর্ক যেন পিছু ছাড়ছেই না রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। নানা বিতর্কের পর এবার বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলা প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে।
ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা নিজেদের দোকানে ক্রেতা নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
বাগ্্বিতণ্ডার জের ধরে এ দুই দোকানের কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশসহ ব্যবসায়ীদের দুই পক্ষের অন্তত ২২ জন আহত হন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশের প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মেলায় আগত দর্শনার্থী আকমাল হোসেন বলেন, ‘আমরা পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসে এক তিক্ত ঘটনার সাক্ষী হলাম। দেখলাম, কয়েকজন এলোপাতাড়ি কিল-ঘুসি মারছে। বোঝার উপায় নাই কে কাকে মারছে। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমার পাঁচ বছরের বাচ্চা ভয়ে কেঁদে ফেলে।’
আরেক দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এমন মারামারি সত্যিই দুঃখজনক ঘটনা। পুলিশের সামনেই মারামারি, এর সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার করা হোক।
 

 
                            -20250131030044.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন