সাতক্ষীরায় পলিনেট হাউসে চারা উৎপাদন করে সবজি চাষে সফল হয়েছেন এক কৃষক ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পলিনেট হাউজ পদ্ধতি ব্যবহার করে সাতক্ষীরার উন্নত জাতের চারা উৎপাদন ও সবজি চাষ শুরু হয়েছে। কৃষিতে নব দিগন্তের সৃষ্টি করতে সাতক্ষীরা পাটকেলঘাটা থানার আচিমতলা গ্রামের বেকার যুবক এসএম রায়হান উল্লাহ আওরঙ্গী এই উদ্যোগ গ্রহন করেছেন। এক বিঘা জমিতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরায় এই প্রথম ৪০ লাখ টাকা খরচ করে পলিনেট হাউজের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে অতি জলবায়ুর ক্ষতিকর প্রভাব মুক্ত পরিবেশে বছর ব্যাপী নিরাপদ চারা তৈরী ও উচ্চ মুল্যে ফসল উৎপাদনের লক্ষে চারা উৎপাদন করা হচ্ছে।
সরেজমিন সাতক্ষীরা পাটকেলঘাটার আচিমতলায় প্লটে গেলে উদ্যোক্তা রায়হান আওরঙ্গী বলেন, সরকারের সহযোগিতায় তিনি উন্নত জাতের চারা উৎপাদন করে সবজি উৎপাদনে কৃষককে সহায়তা করে চলেছেন। এছাড়াও তিনি ৫ বিঘা জমিতে ক্যাপসিকাম, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করে সফলতা দেখিয়েছেন।
থাইল্যান্ড ভারত নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে প্লটে বর্তমানে বেগুন ১ হাজার, পেপে ১ হাজার ৬০০, লাউ ২ হাজার, শসা ১ হাজার, মরিচ ৭ হাজার, ক্যাপসিকাম ৫ হাজার ও বারমাসী সজিনা ১০০০ চারা উৎপাদন করেছেন। সিডলিং পদ্ধতিতে ট্রেতে কোকোপিট ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে বীজ বপন করা হয়। বীজ থেকে চারা তৈরী করে উৎপাদনকৃত চারা কৃষকদের মাঝে বিক্রি করছেন তিনি। বর্তমানে তার প্লটে সবমিলে ১৫ হাজার চারা আছে। তিনি পেপে ২৫ টাকা, বেগুন ২ টাকা, মরিচ ২ টাকা, লাউ ৭ টাকা, শসা ২ টাকা, ক্যাপসিকাম ১০ টাকা ও বারমাসী সজিনা ৫০ টাকা করে বিক্রি করছেন।
তিনি বলেন, এরপর পর্যায়ক্রমে চারা উৎপাদন হলে বছর শেষে কয়েক লাখ টাকা লাভ হবে এমনটি আশা তার।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনিসহ কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প পরিদর্শন করেছেেন। পলিনেটে উৎপাদিত চারা কৃষকদের মাঝে নায্য মুল্যে বিক্রি করার উদ্দেশ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, বিদেশি প্রযুক্তি ব্যবহার এখানে উন্নত জাতের ভাল মানের চারা উৎপাদন করা হয়। কৃষকদের এখন আর খুলনা-যশোরসহ বাইরের জেলা থেকে চারা সংগ্রহ করতে হবে না। এ পদ্ধতিতে ১০০টি বীজে ১০০টি চারা উৎপাদন করা সম্ভব। পলিনেটের মধ্যে চারা উৎপাদনের জন্য সঠিক তাপমাত্রা নির্ধারন করা হয় বলে এই উৎপাদন সম্ভব হয়।

 
                             
                                    -20250208132528.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন