কুমিল্লার মুরাদনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কামারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, শিক্ষক ময়নল হোসেন, সৈয়দা হাছিনা আক্তার, মফিজ উদ্দিন, জামাল উদ্দিন, সৈয়দ সফিউল্লাহ, শফিকুল ইসলাম খন্দকার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এ সময় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪৫ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

 
                             
                                    
                                                                
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন