ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ডাকবাংলো থেকে কাঁঠালডাঙ্গী সড়কের পদমপুর মিলপাড়া নামক স্থানে থাকা একটি শতবর্ষী আম গাছ যেন আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও এ সড়কের দু`পাশে প্রায় অর্ধশত ছোট বড় শুকনো মরা গাছ রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, হোসেনগাঁও ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মাহবুব আলমের মিল সংলগ্ন ও ইসমাইলের চায়ের দোকানের সামনে প্রায় দুই বছর ধরেই জেলা পরিষদের মরা আম গাছটি দাঁড়িয়ে রয়েছে। যে কোন সময়ে সামান্য ঝড় ও বাতাসে মরা আম গাছটি সড়কে ও দোকানের উপর ভেঙ্গে পড়ে মারাত্মক দূর্ঘটনার সৃষ্টি হতে পারে।
হাজার হাজার পথচারী, মোটরসাইকেল, মালবাহী ট্রাক, অটোরিকশা, পাগলু ও ভ্যান যানবাহন চালকদের, দূর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হয় প্রতিনিয়ত। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গাছটি কেটে নেওয়ার দাবি জানালেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেই জেলা পরিষদ ও বনবিভাগের।
স্থানীয়রা জানান, উপজেলার ডাকবাংলো থেকে কাঠালডাঙ্গী যাওয়ার ৫ কি. মি. দীর্ঘ পথের ধারে পদমপুর মিলপাড়া সড়কে দাঁড়িয়ে থাকা প্রায় শত বছরের পুরনো মরা আম গাছ ছাড়াও রাস্তার দুই পাশে, আরো অর্ধশত শিশু গাছ, মেহগনি, তুলা গাছসহ ছোট বড় বিভিন্ন প্রজাতির মরা গাছ রয়েছে। এ গাছগুলো দ্রুত অপসারণ না করা হলে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, `মরা আম গাছটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। জেলা পরিষদের সাথে কথা বলে ঝুঁকিপূর্ণ আম গাছটি ছাড়াও আরো যে সকল গাছ রয়েতে তা দ্রুত অপসরণের ব্যবস্থা নেওয়া হবে`।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন