রাঙামাটি জেলার পর্যটক কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে ছাই হয়েে গেছে বেশকিছু রিসোর্ট কটেজ। সোমবার দুপুরে সাজেক ভ্যালির অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রেপাত ঘটে। এখনো পর্যন্ত আগুন জ্বলছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী,পুলিশসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু কোন ভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। সাজেকে প্রায় ২৬০টি রিসোর্ট ও কটেজ রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসলে সবগুলো রিসোর্ট পুড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
সাজেক ভ্যালির স্থানীয় লোকজন ও ব্যবসায়িরা জানান, অবকাশ রিসোর্ট হতে আগুনের সূত্রপাত ঘটার সাথে সাথে চারদিকে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশপাশের বেশকিছু রিসোর্ট কটেজ পড়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগে সে আগুন বেলা ৩ টায়ও থামাতে পারেনি স্থানীয়রা। সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না স্থানীয়রা। খবর পেয়ে জেলা শহর খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস যাচ্ছে।
পড়ে গেছে অবকাশ, মনটানা,ইকোভ্যালি,মনটানা,মারুয়াতি ও মেঘছুট রিসোর্টসহ অনেকগুলো রিসোর্ট কটেজ। স্থানীয় সবাই ধারনা করছে প্রায় ৩০-৪০টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানিয়েছেন, খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে আসতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। অন্যদিকে সাজেকের নেটওয়ার্ক দুর্বল তাই যোগাযোগ করা ও সম্ভব হচ্ছে না। তবে বিস্তারিত জানতে সময় লাগবে।
এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মারুফ আহমেদ মুঠোফোনে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ভয়াবহ অগ্নিকান্ড এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন কিভাবে লেগেছে এবং কতগুলো রিসোর্ট কটেজ পুড়েছে তা জানতে সময় লাগবে। প্রাপ্ত খবওে জানা গেছে, এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।

 
                             
                                    
-24-20250224102147.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন