সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি`র সাবেক কমিটিকে ভুয়া বলে জনগণের ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রোমানা মোরশেদ কনকচাঁপা।
৫ই মার্চ বুধবার কাজিপুর উপজেলা সদরে জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি ও ভুয়া বলে আখ্যায়িত করেন তিনি।
এসময় সম্মেলনে থাকা বিএনপির নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সেখানে তৈরি হয় এক বিক্ষিপ্ত অবস্থা। অবস্থা বেগতিক দেখে কণ্ঠশিল্পী কনকচাঁপা সভায় উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে কথা বলতে কন্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা কে বারবার মুঠোফোনে কল দেয়া হলেও তার সাড়া মেলেনি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন