নওগাঁর ধামইরহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ শিববাটী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাজু হোসেন একই এলাকার মো. এরশাদ হোসেনের বড় ছেলে। খরব পেয়ে ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত রাজু হোসেন তিনটি বিবাহ বন্ধনে লিপ্ত ছিলেন এবং মাদক সেবনে জড়িত থাকায় তিনজনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। সংসারে অভাব অনটন ও আর্থিক দৈন্যতার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় সময় মাদক সেবনের টাকার জন্য বিবাদ তৈরি হতো। মাদক সেবনের টাকা না পেলে বাবা-মাসহ পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতো।
ইতিমধ্যে গত বৃহস্পতিবার দুপুরে রাজু হোসেন তার মায়ের নিকট মাদক সেবনের জন্য টাকা চাইলে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন বিকালে শংকরপুর মৌজার মাঠের মধ্যে একটি বাগানে জাম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে সে নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছেন।
নিহতের পিতা এরশাদ হোসেন বলেন, সন্ধ্যায় ছেলের বিরুদ্ধে থানায় একটি অপমৃত্যু মামলার অভিযোগ দায়ের করেছি। আমার ছেলের আত্মহত্যার পেছনে আমাদের পরিবারের কোন অভিযোগ নেই।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
                            -20250307104914.webp) 
                                    -07-03-2025-20250307103815.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন