বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:৫৪ পিএম

ঠাকুরগাঁয় ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:৫৪ পিএম

ঠাকুরগাঁয় ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে নাসির (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঋণগ্রস্ত ওই যুবক পাওনাদারদের অত্যাচার সহ্য করতে না পেরে  ট্রেনে ঝাঁপ দিয়ে  আত্মহত্যা করে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক ঠাকুরগাঁও পৌরসভার ছিট চিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে ।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

নাসিরের পিতা সিদ্দিক বলেন , তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেব।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সদর থানার (ওসি ) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

আরবি/জেডি

Link copied!