দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বীরগঞ্জ থানার পুলিশ জানায়, মৃত লতিফুর রহমানের ছেলে মো. হাসিনুর (৩৫) এর সঙ্গে মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মফিজুল ইসলাম গুরুতর আহত
হন।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ রাত ১২টায় তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন