দাগনভূঞা পৌর শহরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে যৌথ মহড়া করেন সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, দাগনভূঞা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
ফুটপাত দখলকারীদের উচ্ছেদ, স্বর্ণের দাম বাড়তি রাখায় স্বর্ণ দোকানে, কাপড়ের দাম বাড়তি রাখায় কাপড় দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এছাড়াও অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা যত্রতত্র পার্কিং, রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ী ও হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা জরিমানা করেন ট্রাফিক পুলিশ।
বুধবার দুপুরে, সেনাবাহিনীর মেজর শাহরিয়ার রহমান, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম, সহকারিণী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান ও টিআই শাহাদাৎ হোসেনের সার্বিক সমন্বয়ে এ যৌথ মহড়া ও এসব অভিযান পরিচালিত হয়।
ওইদিন দুপুরে প্রথমে সেনাবাহিনী ও পুলিশ পৌর শহরের প্রতিটি ব্যাংকে গিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন।
এবং বিভিন্ন শপিংমলে ও বাজারে অন্যান্য ব্যবসায়ীদেরও সচেতন করা হয় বিভিন্ন অপরাধমূলক বিষয়ে এবং কাপড় ও অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যাতে না করে সে বিষয়ে।
পরে বাজারে অবৈধভাবে ফুটপাৎ দখল করে রাখার দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। অপরদিকে, স্বর্ণের দাম বাড়তি রাখায় স্বর্ণের দোকান গলোকেও জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
এসব অভিযানে সেনাবাহিনী ও দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন