চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে জনসমাগম এবং জমায়েত নিষিদ্ধ থাকবে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সময়ে, সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে অন্য একটি গ্রুপও একই স্থানে শ্রদ্ধা নিবেদন করতে চায়।
উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও এলাকায় মোতায়েন করা হয়েছে।
মাহফুজা জেরিন জানিয়েছেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর এই আদেশ প্রযোজ্য হবে না।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন