চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কৃষক দল নেতা মো. নাছির উদ্দীনকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নাসির সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইফতার সেরে নিজঘর থেকে বাইরে যাওয়ার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা কৃষক দল নেতা নাসিরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কৃষকদল সীতাকুণ্ড থানার আহ্বায়ক বলেন, নাসির একজন মিষ্টভাষী এবং স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার সঙ্গে স্থানীয় কারো সঙ্গে দ্বন্দ্বও নেই বলে জানি। কে এমন নৃশংস কাজটা করল? আমরা এ ঘটনার বিচার চাই।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তবে এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে বলা যাবে। আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
                             
                                    -20250327045325.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন