কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই বছরের শিশু আজাদকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে আপন মামাতো ভাই ইমন ও তার সহযোগীগণ।
অপহরণের ১৬ ঘণ্টা পর বুধবার ভোরে অপহৃত শিশুকে উদ্ধার এবং ইমনসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- অপহৃত শিশুর আপন মামাতো ভাই ইমন (১৫) ও তার দুই সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৬) ও নিশাদের পিতা নুর উদ্দিন (৩৫) । অপহৃত আজাদ উপজেলার চাতল গ্রামের সৌদি প্রবাসী সোহেল মিয়া ও কল্পনা আক্তারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইমন চাতল গ্রামে তার মামার বাড়িতে আসে। দুপুরে আজাদকে নিয়ে বাড়ির পাশে খেলতে যায় ইমন। বিকেলে ইমন মামার বাড়িতে ফিরে এলেও তার সাথে আজাদ ফেরেনি।
এ সময় আজাদের মা কল্পনা আক্তার তার ছেলের কথা জিজ্ঞেস করলে সে টালবাহানামূলক কথা বলতে থাকে। সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্বজনদের সাথে আজাদকে খোঁজাখুঁজি শুরু করে।
সন্ধ্যা ৬টার দিকে অপরিচিত একটি মুঠোফোন থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তৎক্ষণাৎ আজাদের মা কল্পনা আক্তার অপহরণের ঘটনায় কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সে সময় তার সঙ্গে ইমনও ছিল।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা করে।
এ সময় সন্দেহজনক ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বীকার করে। পরে ইমনকে সাথে নিয়ে পুলিশ কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকা থেকে শিশু আজাদকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় তার দুই সহযোগী নুর উদ্দিন ও আব্দুর রহিম নিশাদকে।
ওসি আরও জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত অপহরণকারীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন