রুপালী বাংলাদেশ পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পরে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন ৩৪ বছর বয়সী ২৮ ইঞ্চি মিলির পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১২ টার দিকে মিলির বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.হাবিবউল্লাহ ঈদ সামগ্রিক ও ২টি ছাগল মিলির পরিবারের হাতে তুলে দেন । এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি), বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, এপি কর্মকর্তা তপন সরকার উপস্হিত ছিলেন। উপহার পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন মিলির পরিবার পরিবার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিশেষচাহিদা সম্পন্ন মিলিকে আপাতত আমাদের পক্ষ থেকে কিছু সহায়তা করেছি,পর্য়ায়ক্রমে আরো সহায়তা করা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন