বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৭:৩৯ পিএম

৪০ ডিগ্রি ছুঁই ছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৭:৩৯ পিএম

৪০ ডিগ্রি ছুঁই ছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে গেছে। শুক্রবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানায়, সকাল থেকে রোদের তাপ ছিল তীব্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে।বেলা ১২টায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রিতে উঠে আসে। এরপর রোদের তাপ আরও বাড়তে থাকে।

সকাল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরম অনুভূত হতে থাকে। তীব্র গরমের মধ্যে ঈদের কেনাকাটা করতে কষ্ট পোহাতে হয় সকলকেই। দুপুরের দিকে তীব্র রোদের কারণে শহরে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

চুয়াডাঙ্গার বড়বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে এসেছিলেন শহরের শেখ পাড়ার মোজাম্মেল হক (৬৫)। রোদের কারণে তিনি ছাতা মাথায় দিয়ে বাজারে এসেছিলেন।

মোজাম্মেল হক বলেন, ‘ছাতা মাথায় দেওয়ার পরও শান্তি পাচ্ছি না। খুবই রোদের তাপ। গরমে কষ্ট হচ্ছে। কিছু কেনাকাটা দরকার ছিল। সে কারণে ছাতা নিয়ে বের হয়েছি।’

চুয়াডাঙ্গা নিউ মার্কেটের ব্যবসায়ী রহমান বলেন, ‘খুব গরম ও রোদ। তারপরও ঈদের কেনাকাটা করতে আসছে মানুষ। আমরা দোকানে পণ্য দেখাতে দেখাতে হাঁপিয়ে উঠছি। বাইরে যারা ঘুরছেন তাদের কষ্ট আরও বেশি।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ। আজ শুক্রবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

তুলনামূলকভাবে এ বছরের মার্চ মাসে গরম বেশি। গত বছর মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি। এবার তা বেশ বেড়ে গেছে। তাপমাত্রা বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে।’ 

আরবি/জেডআর

Link copied!