সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদের নামাজ আদায়ের সময় মাইকের যান্ত্রিক ত্রুটির কারণে কথা কাটাকাটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এত প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দমদমা গ্রামে জামে মসজিদ চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় মাইকের ত্রুটির কারণে কাতারের পেছনের লোকজন ইমামের খুতবা শুনতে পরেননি।
এ নিয়ে নামাজ শেষে গ্রামের আব্দুস ছালাম মণ্ডল ও উজ্জল সরকারের দলের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে হামলায় জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে উজ্জল সরকার (২৬), ছালাম মণ্ডল (৩৬), সেলিম মণ্ডল (৪২), শফিকুল ইসলাম (৪০), করিম সরকার (২৮), সোহেল রানাসহ (২৫) অন্তত ১০ আহত হন। আহতদের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আব্দুস ছালাম মণ্ডল ও উজ্জল সরকারের সঙ্গে যোগাযোগ করলে তারা এই ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেন এবং এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন