বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারো হদিস নেই। এ হলো দেশের অবস্থা।
শেখ হাসিনা এ দেশের অনেক মায়ের বুক খালি করেছে, অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে।
৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-মোকাদ্দমা দেওয়া হয়েছে। গত রমজানে (২০২৪ সাল) আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা।
হাসিনা ও তার বোনসহ পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
খায়ের ভূঁইয়া আরও বলেন, শিক্ষার কোনো বিকল্প নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে।
বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ^বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে একজন-দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। কারণ মেট্টিক-ইন্টারমিডিয়েটের সিলেবাসে শিক্ষার্থীদের মেরদণ্ড ভেঙে দেওয়ার অবস্থা সৃষ্টি করেছে সরকার।
শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শেষ প্রান্তে নেওয়া হয়েছে।
রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন- সমাজসেবক গাজী মনির আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, জেএম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানায়, ১৯৯১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। রিইউনিয়নে ৬৩০ জন প্রাক্তণ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। প্রায় ৩০ পর প্রথন রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে এ বিদ্যালয়ে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন