পাবনার ঈশ্বরদীতে ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই বন্ধু মারা গেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন হোসেন (১৭) ও একই রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা দুইজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত হৃদয় হোসেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে ও নয়ন হোসেন গাইবান্ধা জেলার মো. কামাল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে থেকে স্কুলে পড়াশোনা করত।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবারিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নয়ন হোসেনের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল। দুই বন্ধুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, তাদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। দুপুরের মধ্যে মরদেহ আনার চেষ্টা চলছে। দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন