গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিল্লাত হোসেন (৩৩) নামের প্রাণ গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কের রায়থোরা এরাচতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহীদুল আলমের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সঙ্গে ঈদ করে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মুন্সিগঞ্জে ফিরছিলেন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মিল্লাত মুন্সিগঞ্জে প্রাণ গ্রুপের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে মুক্তাগাছার রায়থোরা এরাচতল নামক স্থানে একটি ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাইক নিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় অজ্ঞাত একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রাখা আছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন