গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ছিনতাই-মাদকের কারবারসহ অন্য অপরাধে জড়িত সন্দেহে মোট ৬ জনকে আটক করেছে র্যাব। এ সময় বিভিন্ন ধরনের মাদক ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
মহানগর তাতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে একটি রিভলভার ও ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২ প্যাকেট হেরোইন সদৃশ মাদক, হাফ বোতল মদসহ মাদকদ্রব্য ইয়াবা সেবনের নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে র্যাব-১ এর সদস্যরা অংশ নেন।
র্যাব জানায়, শাহরিয়ার হোসেন সৈকতের দেওয়া তথ্যমতে ও ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে অভিযানে মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।
মাজার বস্তি এলাকাটির অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযানটি করে বলে জানায় র্যাব।
অভিযান চলাকালে মাজার বস্তির বিভিন্ন মাদকের স্পটগুলো ঘুরিয়ে দেওয়া হয়। এ সময় অধিকাংশ মাদক ব্যবসায়ী ও সেবনকারী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন