নওগাঁর মান্দা উপজেলা এলজিইডির এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমসহ দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি আর্থ আত্মসাতের অভিযোগ সিও আবুল কাসেম বিরুদ্ধে আলতাফুন্নেতা নামে এক মহিলা শ্রমিক নওগাঁ আমলী আদালত-২ এ মামলা করেছেন।
মামলার বাদী আলতাফুন্নেসা মান্দা উপজেলার কসব ইউপির চকবালু গ্রামের আলতাব আলী ওরফে পেরুর মেয়ে।
অপরদিকে অভিযুক্ত আসামীরা হলেন, মান্দা উপজেলার এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডল (৬০), সুপারভাইজার মোশাররফ হোসেন (৫০) ও মান্দা উপজেলার চকবালু গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৫৪)।
মামলা সুত্রে জানাগেছে, অভিযুক্ত মোশাররফ হোসেন ও রেহেনা বেগমের সহযোগিতায় সিও আবুল কাসেম মন্ডল এলজিইডি অফিসের আরইআরএমপি-৩,ও এলসিএস প্রকল্পের শ্রমিক পদে চাকরি দেওয়ার নামে ৩১ জন মহিলার নিকট থেকে প্রায় ১৯ লক্ষ ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
উক্ত টাকা আত্মসাত করে অনেক অসহায় পরিবার স্বর্বশান্ত করেছেন। উক্ত টাকা ফেরতের জন্য মহিলা শ্রমিকের পক্ষে বাদী হয়ে নওগাঁ আমলী আদালতে ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন আলতাফুন্নেসা নামে এক মহিলা।
এ ব্যাপারে মান্দা এলজিইডি অফিস থেকে এলপিআররত কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেম মন্ডলের নিকট জানতে চাইলে, তিনি টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন