ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে বিবদমান জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ১৪৪ ধারা ভঙ্গ করে আরও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এবার জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলেও শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার পর থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে দফায় দফায় আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রশাসন কেন তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন জনসাধারণ।
বর্তমানে হরিপুরের গেদুরা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, জেলার হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে বিবদমান জায়গা জমিকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনার জেরে শনিবার রাতে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বাজারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এতে এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়। এজন্য উপজেলা প্রশাসন ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) হরিপুরে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে এখনো ১৪৪ ধারা কার্যকর আছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন